![]() |
পর্যায় সারণি কী |
প্রশ্নঃ পর্যায় সারণি কী? সর্বপ্রথম কে পর্যায় সারণি তৈরির চেষ্টা করেন?
উত্তরঃ পর্যায় সারণি হলো ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌল সমূহের ধর্মের ধারণা চিত্র। সর্বপ্রথম বিজ্ঞানী ল্যাভয়সিয়ে 1789 সালে পর্যায় সারণি তৈরির চেষ্টা করেছিলেন।