পরিমাপ কাকে বলে | পরিমাপের একক কি বা কাকে বলে

পরিমাপ কাকে বলে
পরিমাপের একক কি বা কাকে বলে

পরিমাপ কি?

= কোনকিছুর মাপ-জোখের নামই পরিমাপ। পরিমাপ ছাড়া কোন রাশি সম্বন্ধে আমরা সম্যক জ্ঞান লাভ করতে পারি না । প্রকৃতপক্ষে পদার্থ বিজ্ঞানের মূল ভিত্তি হল বিভিন্ন রাশির পরিমাপ গ্রহণ। তাই পদার্থ বিজ্ঞানকে পরিমাপ বিজ্ঞান বলা হয়। দৈর্ঘ্য, ভর ও সময়ের জন্য যথাক্রমে মিটার, কেজি ও সময় পরিমাপ ব্যবহার করে থাকি।

পরিমাপ কাকে বলে?

উত্তরঃ কোন কিছুর পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে পরিমাপ বলে।

পরিমাপের একক কি বা কাকে বলে?

পরিমাপের একক : যে কোন পরিমাপের জন্য চাই একটি, আদর্শ পরিমাণ, যার সাথে তুলনা করে সমস্ত ভৌত রাশির পরিমাপ করা হয়। পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় পরিমাপের একক। মনে করি একটি লাঠির দৈর্ঘ্য 5 মিটার। এখানে মিটার হল দৈর্ঘ্যের একক। 5 মিটার বলতে বুঝায় 1 মিটারের 5 গুণ। ক্ষেত্রফল, আয়তন, ভর, শক্তি, বল ইত্যাদি মাপার জন্য ভিন্ন ভিন্ন একক আছে। এক কথায় যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকেই বলা হয় পরিমাপের একক।

পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো? {সি. বোর্ড-২০২১}।

উত্তরঃ পরিমাপের এককের প্রয়োজনীয়তা :
  1. ভৌত রাশিটির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য। 
  2. বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য। 
  3. ভৌত রাশিটির স্বাভাবিক অবস্থা নিরূপণের জন্য।
  4. ভৌত রাশি-সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য।

পরিমাপের পদ্ধতি কয়টি এবং কি কি? 

উত্তরঃ পরিমাপের পদ্ধতি তিনটি যথাঃ 
(ক) MKS বা SI (খ) FPS (গ) CGS ।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

রাশি বা ভৌত রাশি কাকে বলে

Next Article

একক কাকে বলে | মৌলিক ও যৌগিক একক কাকে বলে

Related Posts

কিভাবে ইথিন থেকে ইথেন উৎপন্ন হয় | অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার বর্ণনা দাও

ইথিন থেকে ইথেন প্রশ্নঃ কিভাবে ইথিন থেকে ইথেন উৎপন্ন হয়? অথবা, অ্যালকিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার বর্ণনা দাও। উত্তরঃ ইথাইনের…

সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল | ময়লা কিভাবে তৈরি হয়

সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল সাবান ও ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল ব্যাখ্যা কর?…