![]() |
পরিমাপের ত্রুটি |
পরিমাপের বেলায় সাধারণত কয় ধরনের ত্রুটি হতে পারে এবং কি কি?
উত্তরঃ পরিমাপের বেলায় সাধারণত তিন ধরনের ত্রুটি থাকতে পারে যথাঃ
(ক) দৈব ত্রুটি (খ) যান্ত্রিক ত্রুটি ও (গ) ব্যক্তিগত ত্রুটি।
দৈব ত্রুটি কাকে বলে?
উত্তরঃ কোন একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানের অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে।
যান্ত্রিক ত্রুটি কাকে বলে?
উত্তরঃ যন্ত্রের কারণে পরিমাপের যে ত্রুটি লক্ষ্য করা যায় তাকে যান্ত্রিক ত্রুটি বলে।
ব্যক্তিগত ত্রুটি কাকে বলে?
উত্তরঃ ব্যক্তির নিজস্ব কারণে পরিমাপের ত্রুটি দেখা যায় তাকে ব্যক্তিগত ত্রুটি বলে।