![]() |
পরমাণুর মূল কণিকা গুলোর বর্ণনা |
পরমাণুর মূল কণিকা কয়টি ও কি কি?
= পরমাণুর মূল কণিকা তিনটি । যথা:
১. ইলেকট্রন
২. প্রোটন ও
৩. নিউট্রন ।
পরমাণুর মূল কণিকা গুলোর বর্ণনা দাও?
ইলেকট্রন :
ইলেকট্রন হলো পরমাণুর মূল কণিকা। একে e প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আধান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে ঘুরতে থাকে। এর আপেক্ষিক আধান -1 । এবং প্রকৃত আধান -1.60 × 10−19 কুলম্ব। এর আপেক্ষিক ভর প্রোটন ও নিউটনের 1840 ভাগের এক ভাগ । তাই এর আপেক্ষিক ভর শূন্য ধরা হয়। এবং প্রকৃত ভর 9.110 × 10-28 g । এটি আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন।
প্রোটন :
প্রোটন হল পরমাণুর আরেকটি মূল কণিকা। একে p ও H+ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আধান বা চার্জ ধনাত্মক বা পজেটিভ। প্রোটন নিউক্লিয়াস এর ভিতরে অবস্থান করে । এর আপেক্ষিক আধান +1 । এবং প্রকৃত আধান +1.60 × 10-29 কুলম্ব। প্রকৃত ভর 1.673 × 10-24 g । এবং আপেক্ষিক ভর 1। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড।
নিউট্রন :
নিউট্রন হল পরমাণুর আরেকটি মূল কণিকা। একে n প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এর আধান বা চার্জ নেই অর্থাৎ আধান নিরপেক্ষ। নিউট্রন নিউক্লিয়াস এর ভিতরে অবস্থান করে । এর আপেক্ষিক আধান 0 । এবং প্রকৃত আধান 0। প্রকৃত ভর 1.675 × 10-24 g । এবং আপেক্ষিক ভর 1। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাডউইক।
Thank you
Good job