![]() |
পরমাণুগুলো চার্জ বা আধান নিরপেক্ষ হয় কেন |
পরমাণুগুলো চার্জ বা আধান নিরপেক্ষ হয় কেন?
উত্তরঃ কোনো মৌলের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে নিউক্লিয়াসের বাহিরে সেই কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণুগুলো মামগ্রিকভাবে চার্জ বা আধান নিরপেক্ষ হয়।