পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর

podda setu details in bengali
পদ্মা সেতু সম্পর্কিত সকল প্রশ্ন ও উত্তর

১. পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু।

২. পদ্মা সেতুর দৈঘ্য কত?

উত্তরঃ ৬.১৫ কি.মি.।

৩. পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তরঃ দুই প্রান্তে ১৪ কি.মি.।

৪. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তরঃ ৩৮৩ ফুট।

৫. পদ্মা সেতুর ধরন কেমন?

 উত্তরঃ দ্বিতলাবিশিষ্ট।

৬. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উত্তরঃ ৪২টি।

৭. পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তরঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

৮. পদ্মা সেতুর নির্মাণ কাজ কর শুরু হয় কবে থেকে?

উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে।

৯. পদ্মা কত টি জেলার সাথে সংযোগ হয়েছে?

উত্তরঃ দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার (প্রথম আলো পত্রিকার মতে ২৯ টি জেলা)

১০. পদ্মা সেতু পিলার সংখ্যা কতটি?

উত্তরঃ ৪২ টি।

১১. পদ্মা সেতুর স্প্যান কতটি?

উত্তরঃ ৪১ টি।

১২. পদ্মা সেতুতে ৪১ তম স্প্যান কত তারিখে বসানো হয়?

উত্তরঃ ১০ ডিসেম্বর ২০২০।

১৩. পদ্মা সেতুতে ৪১ তম স্প্যান বসানো হয় কত নং পিলারের উপর?

উত্তরঃ ১২-১৩ নং।

১৪. পদ্মা সেতু হবার জন্য দেশে জিপিও বাড়বে কত?

উত্তরা ১.২%

১৫. পদ্মা সেতু কোন মন্ত্রালয়ে কাজ করে?

উত্তরঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়। 

১৬. পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত?

উত্তরঃ ২০২২ সালের ২৫ জুন ।

১৭. পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তরঃ ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট।

১৮. পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?

উত্তরঃ ২৮৬টি। এর মধ্যে ২৬২ টি স্টিল ‍ও ২৪ টি কংক্রিটের। প্রতিটি পাইলের পরিধি ৩ মিটার। এগুলো ১১৪-১২০ মিটার মাটির নিচে আছে।

১৯. পদ্মা সেতুর পরিচালক কে?

উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম।

২০. সবগুলো স্প্যান বসাতে সময় লাগে কত মাস?

উত্তরঃ ৩৮ মাস।

২১. পদ্মা সেতু বিশ্বের কততম দীর্ঘ সেতু ?

উত্তরঃ ১২২ তম।

২২. পদ্মা সেতুর ডিজাইনার কে?

উত্তরঃ AECOM.

২৩. পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত?

উত্তরঃ রিখটার স্কেল ৯ ।

২৪.পদ্মা সেতু প্রতিটি স্প্যানের ওজন কত? 

উত্তরঃ ৩১৪০ টন।

২৫. পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে?

উত্তরঃ ৩ টি জেলা নিয়ে। (মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর।) 

২৬. কত তারিখে পদ্মা সেতু উদ্ধোধন করা হবে?

উত্তরঃ ২৫ জুন ২০২২।

২৭. পদ্মা সেতুর স্থান কোথায়?

উত্তরঃ মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্টে।

২৮. পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার?

উত্তরঃ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ( The Bangladesh Bridge Authority )।

২৮. পদ্মা সেতুর প্রকল্প ব্যয় কত?

উত্তরঃ ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

২৯. পদ্মা সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলের জন্য কতটুকু ফাঁকা রাখা হয়েছে?

উত্তরঃ ১৮ মিটার(৬০ ফুট)।

৩০. পদ্মা সেতুতে সড়ক পথ কত লেনের?

উত্তরঃ ৪ লেনের।

৩১. পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে কোন ক্রেন ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ তিয়ান-ই।

৩২. পদ্মা সেতু প্রকল্পে দুই পাড়ে কত কিলোমিটার নদী শাসন হয়েছে?

উত্তরঃ ১২ কি. মি.। নদীশাসনে চুক্তি হয়েছে চীনের সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে। নদীশাসনে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

পরমাণুর M শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভর বেগ নির্ণয়

Next Article

বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা