![]() |
পদার্থ কাকে বলে |
পদার্থ কাকে বলে?
উত্তরঃ যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।
পদার্থের তিনটি অবস্থা ৷ যথাঃ-
i) কঠিন, (iii) তরল এবং (iii) বায়বীয়।
কঠিন পদার্থ (Solids):
যে সকল পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন এবং কমবেশি দৃঢ়তা আছে তাদেরকে কঠিন পদার্থ বলে । যেমন – লোহা, মাটি, পাথর ইত্যাদি।
তরল পদার্থ (Liquids):
যে সকল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। যখন যে পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারণ করে তাদেরকে তরল পদার্থ (Liquids) বলে। যেমন পানি,পেট্রোল, কেরোসিন ইত্যাদি।
গ্যাসীয় বা বায়বীয় পদার্থ(Gases):
যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই।ছোট বড় যে পাত্রেই রাখা হয়, সেই পাত্রেরই আকার ও আয়তন ধারণ করে তাদেরকে গ্যাসীয় পদার্থ বলে। উত্তরঃ যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে।যেমন- কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস ইত্যাদি।