![]() |
পদার্থবিজ্ঞান কাকে বলে |
পদার্থবিজ্ঞান (Physics) শব্দটি এসেছে মূলত গ্রিক শব্দ ‘ফুসিকে (Fusiky)’ থেকে, যার অর্থ– ‘প্রকৃতি সম্পর্কিত জ্ঞান।
পদার্থবিজ্ঞান (Physics) কাকে বলে?
উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এবং এদের আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।
পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য গুলো কি কি?
উত্তরঃ পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য হলোঃ
- প্রকৃতি রহস্য উন্মোচন করা।
- প্রকৃতির নিয়মগুলো জানা।
- প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ঘটানো।
পদার্থবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ পদার্থবিজ্ঞানের জনক(father of physics) পদবি টি কোনো একক ব্যক্তির নয়।স্যার আলবার্ট আইনস্টাইন,স্যার আইজ্যাক নিউটন এবং স্যার গ্যালিলিও এদেরকে সম্মিলিতভাবে পদার্থবিজ্ঞানের জনক( fathers of physics) বলা হয়।
পাঠের সুবিধার্থে পদার্থবিজ্ঞান কে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি?
উত্তরঃ পাশের সুবিধার্থে পদার্থবিজ্ঞান কে দুই ভাগে ভাগ করা হয় যথাঃ
(ক) চিরায়ত, পুরাতন পদার্থবিজ্ঞান। (খ) আধুনিক পদার্থবিজ্ঞান।
চিরায়ত, পুরাতন পদার্থ বিজ্ঞান ( classical physics) কাকে বলে?
উত্তরঃ পদার্থ বিজ্ঞানের যে শাখায় বিদ্যুৎবিজ্ঞান, আলোকবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপবিজ্ঞান, চুম্বকবিজ্ঞান ও বলবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকে চিরায়ত, পুরাতন পদার্থবিজ্ঞান বলে।
কোন কোন বিজ্ঞানী চিরায়ত পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন?
উত্তরঃ স্যার গ্যালিলিও গ্যালিলি ও স্যার আইজ্যাক নিউটন কিরে হত পদার্থ বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন।
আধুনিক পদার্থবিজ্ঞান কাকে বলে?
উত্তরঃ পদার্থ বিজ্ঞানের যে শাখায় আণবিক ,পারমাণবিক, নিউক্লিয় , পার্টিকেল ফিজিক্স ও কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় তাকে আধুনিক পদার্থবিজ্ঞান বলে।
একটি পদার্থকে ভাঙলে কি কি পাওয়া যাবে?
উত্তরঃ পদার্থ থেকে অনু, অনু থেকে পরমাণু, পরমাণু থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন থেকে কোয়ার্ক, কোয়ার্ক থেকে স্ট্রিং।