প্রশ্নঃ পটাশিয়াম (K) এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করার কারণ ব্যাখ্যা করো।
উত্তরঃ পরমাণুতে ইলেকট্রনসমূহ আউফবাউ নীতি অনুসারে শক্তির নিম্নক্রম থেকে উচ্চ ক্রমে প্রবেশ করে। অর্থাৎ প্রথমেই নিম্নশক্তির অরবিটাল পূর্ণ করে পরে উচ্চশক্তির অরবিটালে প্রবেশ করে। কোনটি নিম্নশক্তির অরবিটাল ( n+l ) এর মান থেকে জানা যায়। যে শক্তিস্তরে এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে।
এখানে, n= প্রধান শক্তিস্তর
l= উপশক্তিস্তর
3d অরবিটালের ক্ষেত্রে:-
উপশক্তিস্তর, l=2
প্রধান শক্তিস্তর, n=3 = 5
∴ n+l =3+2
4s অরবিটালের ক্ষেত্রে:-
প্রধান শক্তিস্তর, n= 4 উপশক্তিস্তর, l= 0
∴ n+l = 4 + 0 = 4
যেহেতু 3d অরবিটাল অপেক্ষা 4s অরবিটালের শক্তির মান কম। তাই পটাশিয়াম (K)এর সর্বশেষ ইলেকট্রন টি 3d অরবিটালের প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে।