![]() |
দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয় |
দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয় ব্যাখ্যা কর? {দি. বোর্ড-২০২১}
উত্তরঃ দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য এমন এক ধরনের স্কেল ব্যবহার করা হয় যাতে 2 টি স্কেল এর সমন্বয়ে গঠিত দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
উপযুক্ত ধরনের স্কেলের ক্ষেত্রে স্লাইড ক্যালিপার্সের মিটার স্কেল ও ভার্নিয়ার স্কেল এবং স্ক্রু গজের একটি রৈখিক স্কেল এবং একটি বৃত্তাকার স্কেলের সমন্বয় ঘটানো হয়।