![]() |
ত্রৈধবিন্দু কাকে বলে |
ত্রৈধবিন্দু কাকে বলে?
উত্তরঃ যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিন অবস্থাতেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। এই ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273 K ধরা হয়।
1 কেলভিন কাকে বলে?
উত্তরঃ পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার ‘১/২৭৩.১৬’ ভাগকে ১ কেলভিন বলে।
Nice