![]() |
তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা |
উত্তর: যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্র হয়ে বড় মৌলের নিউক্লিয়াস অথবা কোনো বড় মৌলের নিউক্লিয়াস ভেঙ্গে একাধিক ছোট মৌলের নিউক্লিয়াস তৈরি হয় সেই বিক্রিয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। নিউক্লিয়ার বিক্রিয়া একটি নিউক্লীয় ঘটনা।
তেজস্ক্রিয়তার মাধ্যমে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 83 এর বেশি সেসব মৌলের নিউক্লিয়াস ভেঙ্গে অনেক নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাই বলা যায়, তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা।