![]() |
ড্রাই আইস |
প্রশ্নঃ ড্রাই আইস কাকে বলে?
উত্তরঃ কঠিন কার্বন-ডাই-অক্সাইডকে ড্রাই আইস বলা হয়।অনেক কম তাপমাত্রায় এবং কম চাপে (-৫৬.৪ °C তাপমাত্রা এবং ৫.১৩ atm চাপে) গ্যাসীয় কার্বন-ডাই-অক্সাইডকে রেখে দিলে সেটি তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থের আকার ধারণ করে। এই কঠিন পদার্থটিই আসলে ড্রাই আইস বলে।