ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ

ডিজিটাল বাংলাদেশ অনুচ্ছেদ
অনুচ্ছেদ ডিজিটাল বাংলাদেশ

ডিজিটাল বাংলাদেশ

যে দেশে বেশিরভাগ সরকারি ও বেসরকারি কাজ ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সম্পাদিত হয়, যেখানে সমাজ সত্যই তথ্য ও প্রযুক্তির উপর নির্ভরশীল, তাকে ডিজিটাল দেশ বলা হয়। তাই ডিজিটাল বাংলাদেশ মানে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে দেশকে ডিজিটাল করা। বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি উন্নয়নমূলক খাতে ইন্টারনেট ব্যবহারের অভাব দূর করতে দেশকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে।

আমাদের দেশের জনগণকে আরও ইন্টারনেট সচেতন করে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ, রাজনীতির অন্যতম নেতৃস্থানীয় এদেশের দলগুলো ২০০৮ সালে একটি নির্বাচনী ইশতেহার নিয়ে এসেছিল। সেই সময় থেকে মেয়াদটি ছিল ব্যাপক এবং সরকার দেশকে ডিজিটাল করতে নিজেদের সম্পৃক্ত করেছে। আমাদের একটি স্বাধীন দেশ হলেও ডিজিটালাইজড না হওয়ার কারণে আমরা বিভিন্ন ব্যবসা ও বেসরকারি খাতের উন্নয়নে পিছিয়ে আছি। এই পশ্চাৎপদতা হ্রাস করার জন্য, শাসন, বাণিজ্য, শিক্ষা, কৃষির মতো খাতগুলি এখন কম্পিউটার এবং ইন্টারনেট দ্বারা চালিত হয়। সরকার এখন সারা দেশে ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে দেওয়ার সাহায্যে বেকারত্ব, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, নিরক্ষরতা, দুর্নীতি, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য ঘাটতি ইত্যাদি সমস্যা নিয়ে ডিজিটালভাবে কাজ করছে। তাই, ডিজিটাল বাংলাদেশের মূল ভাবনা হলো প্রযুক্তিভিত্তিক ডিজিটাল গভর্নেন্স, ই-কমার্স, ই-কৃষি, ই-উৎপাদন, ই-শিক্ষা ইত্যাদি। এছাড়াও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থা প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষেরও থাকতে হবে মৌলিক আইসিটি জ্ঞান।

একটি ডিজিটাল বাংলাদেশ অবশ্যই উপকারী হবে। এতে আমাদের সময়, বয়স ও অর্থ সাশ্রয় হবে এটা কমাতে পারে

বেকারত্ব সমস্যা, ইন্টারনেট ব্যবস্থা, সাইবার নিরাপত্তার পাশাপাশি সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে আরও সচেতন করবে আরও গুরুত্বপূর্ণ, এটি মানুষকে সারা বিশ্বের সাথে সংযুক্ত করবে এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত ও উন্নয়ন সম্পর্কে সচেতন করবে। বেশি খরচ করেও প্রতিটি সেক্টর উপকৃত হবে। বর্তমান সরকার সত্যিই কঠোর পরিশ্রম করছে এবং গৃহীত উদ্যোগগুলি প্রশংসনীয়। আশা করা যায় শীঘ্রই- বাংলাদেশ একটি সম্পূর্ণ ডিজিটাল দেশ হতে যাচ্ছে যা উন্নত দেশ হতে এক ধাপ এগিয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলা হয় কেন ব্যাখ্যা কর

Next Article

এসিড কাকে বলে? এসিডের বৈশিষ্ট্য | এসিড কত প্রকার ও কি কি?

Related Posts

স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন‌ ভাব সম্প্রসারণ

ভাব সম্প্রসারণ স্বদেশের উপকারে নাই যার মনকে বলে মানুষ তারে পশু সেই জন “স্বদেশের উপকারে নাই যার মন,…

অনলাইন ক্লাস এবং ঐতিহ্যগত ক্লাস অনুচ্ছেদ রচনা | অনলাইন ক্লাস vs ঐতিহ্যগত ক্লাস অনুচ্ছেদ

অনলাইন ক্লাস এবং ঐতিহ্যগত ক্লাস অনুচ্ছেদ কোনটি বেশি কার্যকর, অনলাইন ক্লাস বা ঐতিহ্যগত ক্লাস ? অনলাইন কোর্স এবং…