চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস | চুনের পানি ঘোলা হওয়ার কারণ এবং স্বচ্ছ করার উপায় ব্যাখ্যা কর

চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস
চুনের পানিকে ঘোলা করে কোন গ্যাস


কার্বন ডাই-অক্সাইড (CO2) কে চুনের পানির মধ্যে চালনা করলে চুনের পানি প্রথমে ঘোলা হয়। সংশ্লিষ্ট বিক্রিয়াটি হচ্ছে:


Ca(OH)2 + CO2 ———> CaCO3 + H2O

এখানে অদ্রবণীয় CaCO, উৎপন্ন হওয়ার জন্য চুনের পানিকে ঘোলা দেখায়। এই ঘোলা চুনের পানিতে অতিরিক্ত CO, গ্যাসকে চালনা করলে সেটি আবার স্বচ্ছ হয়ে যায়। এক্ষেত্রে অদ্রবণীয় CaCO এর সাথে CO2 এবং H2O বিক্রিয়া করে দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট [Ca(HCO,)2] উৎপন্ন করার কারণে ঘোলা চুনের পানিকে স্বচ্ছ দেখায়।

CaCO3 + CO2 + H2O → Ca(HCO3)2
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

সক্রিয় ধাতু, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, ধাতুর হাইড্রোক্সাইড এবং ধাতুর অক্সাইডের সাথে এসিডের বিক্রিয়া

Next Article

কৃষিক্ষেত্রে, জীবদেহে, প্রসাধনীতে pH এর গুরুত্ব

Related Posts

সাবান ও ডিটারজেন্টের পার্থক্য | অতিরিক্ত সাবান ও ডিটারজেন্ট ব্যবহারের কুফল

সাবান ও ডিটারজেন্টের পার্থক্য সাবান ও ডিটারজেন্টের পার্থক্য লিখ? উত্তরঃ সাবান ও ডিটারজেন্টের পার্থক্য নিম্নরূপ: 1. সাবান হল…

দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয়

দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য কি ধরনের স্কেল ব্যবহার করা হয় দৈর্ঘ্যের সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের জন্য…