![]() |
হাইড্রোক্লোরিক এর কাছাকাছি সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো |
হাইড্রোক্লোরিক এর কাছাকাছি সাদা ধোঁয়া উৎপন্ন হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো?
উত্তরঃ উপরের চিত্রে A প্রান্তে তুলায় ভেজানো হাইড্রোক্লোরিক এসিড (HCl(aq)) এবং B প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH4OH) রয়েছে। তাই A প্রান্ত হতে হাইড্রোজেন ক্লোরাইড (HCl(g)} গ্যাস এবং B প্রান্ত থেকে অ্যামনিয়া (NH3) গ্যাস ব্যাপিত হয়। আমরা জানি, কোনো পদার্থের ব্যাপন হার তার ভর ও ঘনত্বের উপর নির্ভর করে। কোনো পদার্থের ভর যত কম হয় তার ব্যাপন হার বেশি হয়। ফলে সে বেশি দূরত্ব অতিক্রম করে। আবার কোনো পদার্থের ভর যত বেশি হয় তার ব্যাপন হার তত কম হয়। ফলে সে কম দূরত্ব অতিক্রম করে।
HCI এর ক্ষেত্রেঃ
HCI এর আণবিক ভর = (1+35.5) g = 36.5g
NH3 এর ক্ষেত্রেঃ
NH3 এর আণবিক ভর= (14+1×3) g = 17 g
যেহেতু HCl(g) এর ভর অপেক্ষা NH3(g) এর ভর 1.5 গুণ কম। তাই HCl(g) অপেক্ষা NH3(g) এর ব্যাপন হার 1.5 গুণ বেশি। সুতরাং HCl(g) অপেক্ষা NH3(g) 1.5 গুণ দূরত্ব বেশি অতিক্রম করে। ফলে HCl(g) 40cm অতিক্রম করলে, NH3(g) ( 40 x 1.5 )cm = 60cm দূরত্ব অতিক্রম করে A প্রান্তের কাছাকাছি এসে HCl(g) এর সাথে বিক্রিয়া করে NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন করে।
NH3(g) + HCl(a) → NH4Cl
তাই উৎপন্ন সাদা ধোঁয়া A প্রান্তের কাছাকাছি এসে বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে।