![]() |
গ্যাসীয় পদার্থের অণুসমূহ মুক্ত ভাবে চলাচল করে কেন |
প্রশ্নঃ গ্যাসীয় পদার্থের অণুসমূহ মুক্ত ভাবে চলাচল করে কেন?
উত্তরঃ গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি অতি নগন্য বা নেই বললেই চলে। কিন্তু অনু সমূহের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি। তাই গ্যাসীয় পদার্থের অণুসমূহ মুক্ত ভাবে চলাচল করে।