![]() |
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন |
ক্ষমতা একটি লব্ধ রাশি কেন?
উত্তরঃ আমরা জানি যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বলে।
আমরা জানি ,
- ক্ষমতা=কাজ ÷সময়
- কাজ= বল×সরণ
- বল= ভর× ত্বরণ
- ত্বরণ= বেগ÷সময়
- বেগ=সরণ÷সময়
যেহেতু ক্ষমতা হলো সরণ, ভর ও সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাই ক্ষমতা একটি লব্ধ রাশি।