![]() |
উপশক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা |
প্রশ্নঃ কোনো উপশক্তিস্তরে বা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে তা নির্ণয় করো।
উত্তরঃ কোনো উপশক্তিস্তর বা অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে তা 2(2l+1) এর মান থেকে জানা যায়।
এখানে, l= সহকারী কোয়ান্টাম সংখ্যা
s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা
= 2(2l+1)
= 2(2×0+1) [ ∵ l =0 ]
=2
P অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা
= 2(2l+1)
= 2(2×1+1) [ ∵ l =1 ]
=6
d অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা
= 2(2l+1)
= 2(2×2+1) [ ∵ l =2 ]
=10
f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতা
= 2(2l+1)
= 2(2×3+1) [ ∵ l =3 ]
=14
সুতরাং s, p, d, f অরবিটাল এর সর্বোচ্চ ধারণক্ষমতা যথাক্রমে 2, 6, 10 ,14 টি ।