কার্বন ডাই অক্সাইড (CO2) এবং অ্যামোনিয়ার (NH3) মধ্যে কোনটির ব্যাপন হার বেশি

কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার (NH3) মধ্যে কোনটির ব্যাপন হার বেশি
কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি

প্রশ্নঃ কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি?

উত্তরঃ কোন পদার্থের ব্যাপন হার তার ভর ও ঘনত্বের উপর নির্ভর করে। পদার্থের ভর যত কম হয় তার ব্যাপন হার তত বেশি হয়। আবার পদার্থের ভর যত বেশি হয় তার ব্যাপন হার তত কম হয়।
CO2 এর ক্ষেত্রেঃ
CO2 এর আণবিক ভর = (12+16×2) g = 44g
NH3 এর ক্ষেত্রেঃ
NH3 এর আণবিক ভর=(14+1×3) g = 17 g
যেহেতু CO2 অপেক্ষা NH3 এর ভর কম। তাই বলা যায় অ্যামোনিয়ার (NH3) ব্যাপন হার বেশি।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

CNG এবং LPG কি এবং এটি কোথায় ব্যবহার করা হয়

Next Article

কার্বন-ডাই-অক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটির ব্যাপন সময় বেশি

Related Posts