![]() |
কার্বনের পারমাণবিক সংখ্যা ৬ বলতে কী বুঝায় |
কার্বনের পারমাণবিক সংখ্যা ৬ বলতে কী বুঝায় ?
= কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে বোঝায় –
আমরা জানি, কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা 6 তাই প্রোটন এর সংখ্যাও 6 ।
আবার আমরা জানি, কোনো মৌলের প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তাই এর ইলেকট্রন সংখ্যাও 6।