![]() |
কাপড় কাচা সোডা কাকে বলে |
কাপড় কাচা সোডা কাকে বলে?
= সোডিয়াম কার্বনেট (Na2CO3) কে সোডা অ্যাস বলা হয়। সোডা অ্যাসের 1 অণুর সাথে 10 অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট (Na2CO3.10H2O)
কাপড় কাচা সোডার প্রস্তুতি ও ব্যবহার:
গাঢ় NaOH এর দ্রবণের মধ্যে CO2 কে অধিক পরিমাণে চালনা করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় যা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে।
2NaOH+ CO2 → Na2CO3 + H2O
বিক্রিয়া পাত্রের মধ্যে Na2CO3 এবং পানি থাকে। সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাচা সোডা (Na2CO3.10H20) উৎপন্ন হয়।
Na2CO3 + 10H20 → Na2CO3.10H2O
কাপড় কাচা সোডার ব্যবহার:
কাপড় পরিষ্কার করতে কাপড় কাচা সোডা ব্যবহার করা হয়।