![]() |
কাজ শূন্য হওয়ার শর্ত কী কী |
উত্তর: কাজ শূন্য হওয়ার শর্ত গুলো হল:-
(i) যদি বল, F = 0 হয় তবে কাজ শূন্য হবে।
(ii) যদি সরণ,s = 0 হয় তবে কাজ শূন্য হবে এবং
(iii) যদি বস্তুর সরণ,s=90° কোণে ঘটে তবে কাজ হবে।
* W= Fscosθ
W= Fs [θ = 0°]
কাজের SI একক জুল (J)
সমীকরণ থেকে প্রাপ্ত একক Nm.
মৌলিক রাশির মাধ্যমে প্রাপ্ত একক kgm2s-2
কাজের মাত্রা [W] = Fs = mas = MLT-2 XL = ML2T-2
* কাজ একটি স্কেলার রাশি।
* কাজ স্কেলার রাশি কারণ কাজ হলো দুটি ভেক্টর রাশির স্কেলার গুণণ।