![]() |
কাজ কাকে বলে |
কাজ কাকে বলে?
= কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলা হয়। কাজ একটি স্কেলার রাশি।
অথবা,
= কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগবিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
অথবা,
= কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির সরূপ ঘটে তবে বল ও স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। একে w দ্বারা প্রকাশ করা হয়৷
কাজ কত প্রকার ও কী কী?
উত্তরঃ কাজ দুই প্রকার। যথাঃ
(i) বলের দ্বারা বা ধনাত্মক কাজ।
(ii) বলের বিরুদ্ধে বা ঋণাত্মক কাজ।
বলের দ্বারা বা ধনাত্মক কাজ কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর সরণ বলের দিকে ঘটে তবে সেই কাজকে বলের দ্বারা কাজ বলে। যেমন-একটি পাথরকে ছাদের উপর থেকে নিচে ছেড়ে দিলে ।
বলের বিরুদ্ধে বা ঋণাত্মক কাজ কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কতুর সরণ বলের বিপরীত দিকে ঘটে তবে সেই বলকে বলের বিরুদ্ধে বল বলে।