![]() |
পরিশোধন এবং কোক কার্বন কাকে বলে |
কোক কার্বন কাকে বলে?
উত্তরঃ খনি থেকে আহরিত কয়লা তাপ দেওয়া হলে বিভিন্ন ধরনের উদ্বায়ী যৌগ গ্যাস হিসেবে নির্গত হয়। গ্যাস নির্গত হওয়ার পর প্রাপ্ত অবশেষেকে কোক কার্বন বলে।
পরিশোধন (Refining) বলতে কী বোঝো?
উত্তরঃ অপরিশোধিত পেট্রোলিয়ামকে ব্যবহার উপযোগী করার জন্য আংশিক পাতন পদ্ধতিতে এদেরকে পৃথক করা হয়। এ প্রক্রিয়াকে পরিশোধন বলে।