কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো

কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো
কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো

প্রশ্নঃ কপার ( Cu ) এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা  Cu(29)= 1s2 2s2  sp6  3s2  3p6  3d9  4s2 কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাস হয় এরকম Cu(29)= 1s2  2s2  sp6  3s2  sp6  3d10  4s1 কারণটি ব্যাখ্যা করো। 

উত্তরঃ একই উপশক্তিস্তর p ও d এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ (p3, d5 )বা সম্পূর্ণ পূর্ণ   ( p6 , d10 ) হলে সেই ইলেকট্রন বিন্যাস  সুস্থিত হয়। তাই কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা Cu(29)= 1s2 2s2  sp6  3s2  3p6  3d9  4s2 ।  কিন্তু 3d অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় 4s থেকে 1 টি ইলেকট্রন 3d তে প্রবেশ করে । ফলে কপারের ইলেকট্রন বিন্যাস হয় এরকম  Cu(29)= 1s2  2s2  sp6  3s2  sp6  3d10  4s1 ।
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

2s এবং 3p এর মধ্যে কোনটি উচ্চশক্তির অরবিটাল আর কোনটি নিম্নশক্তির অরবিটাল

Next Article

United Nation paragraph | paragraph on united nations

Related Posts

ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় কেন | ভর সংখ্যা কে কি নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়

ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় কেন ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয় কেন ? উত্তরঃ ভর সংখ্যাকে…

স্ক্রু গজের ধনাত্মক ত্রুটি ও ঋণাত্মক ত্রুটি কাকে বলে?

স্ক্রু গজের ত্রুটি স্ক্রু গজের ধনাত্মক ত্রুটি কাকে বলে? উত্তরঃ স্ক্রু গজের দুটি কিলক লেগে থাকা অবস্থায় বৃত্তাকার…