![]() |
কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো |
প্রশ্নঃ কপার ( Cu ) এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা Cu(29)= 1s2 2s2 sp6 3s2 3p6 3d9 4s2 কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাস হয় এরকম Cu(29)= 1s2 2s2 sp6 3s2 sp6 3d10 4s1 কারণটি ব্যাখ্যা করো।
উত্তরঃ একই উপশক্তিস্তর p ও d এর অরবিটাল গুলো অর্ধেক পূর্ণ (p3, d5 )বা সম্পূর্ণ পূর্ণ ( p6 , d10 ) হলে সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তাই কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা Cu(29)= 1s2 2s2 sp6 3s2 3p6 3d9 4s2 । কিন্তু 3d অরবিটাল সম্পূর্ণ পূর্ণ হওয়ার আকাঙ্ক্ষায় 4s থেকে 1 টি ইলেকট্রন 3d তে প্রবেশ করে । ফলে কপারের ইলেকট্রন বিন্যাস হয় এরকম Cu(29)= 1s2 2s2 sp6 3s2 sp6 3d10 4s1 ।