![]() |
কণার গতিতত্ত্ব |
প্রশ্নঃ কণার গতিতত্ত্ব কাকে বলে?
উত্তরঃ আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে।
কণার গতিতত্ত্ব গুলি লেখ?
= কণার গতিতত্ত্ব গুলো নিম্নে লেখা হলো:
১. প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত।
২. সকল পদার্থই কঠিন, তরল ও গ্যাসীয় যেকোনো একটি অবস্থায় থাকে।
৩. গ্যাসীয় পদার্থের অণুসমূহ সবসময় গতিশীল থাকে।
৪. গ্যাসীয় পদার্থে গ্যাসের আয়তনের তুলনায় কণা সমূহের আয়তন অতি নগণ্য।
৫. গ্যাসীয় পদার্থের অণুসমূহ এত দূরে অবস্থান করে যে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি নেই বললেই চলে।