![]() |
কঠিন পদার্থের ব্যাপন হার কম এবং তরল পদার্থের ব্যাপন হার বেশি কেন |
প্রশ্নঃ কঠিন পদার্থের ব্যাপন হার কম কেন?
উত্তরঃ আমরা জানি, কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি এবং গতিশক্তি সবচেয়ে কম। তাই কঠিন পদার্থের অণুসমূহের ছড়িয়ে পড়ার হার কম। এ কারণেই কঠিন পদার্থের ব্যাপন হার কম হয়।
প্রশ্নঃ গ্যাসীয় পদার্থের ব্যাপন হার বেশি হয় কেন?
উত্তরঃ আমরা জানি, কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। গ্যাসীয় পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে। তাই এদের গতি শক্তি সবচেয়ে বেশি। ফলে গ্যাসের অনুসমূহ সবচেয়ে বেশি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণেই গ্যাসীয় পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি।
প্রশ্নঃ তাপ প্রদানে পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায় কেন?
উত্তরঃ আমরা জানি, কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কোনো পদার্থকে তাপ প্রদান করা হলে পদার্থের কণাসমূহ তাপ গ্রহণ করে কাঁপতে থাকে। ফলে কণা সমূহের আন্তঃকণা আকর্ষণ শক্তি হ্রাস পেয়ে গতিশক্তি বৃদ্ধি পায়। তাই অনুসমূহ স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত ছড়িয়ে পড়ে। এজন্যই তাপ প্রদানের পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায়।