![]() |
ওজন ও ভর ভিন্ন কেন |
ওজন ও ভর ভিন্ন কেন ব্যাখ্যা কর?
উত্তরঃ ওজন ও ভর একই ধরনের রাশি নয় কারণ ভর মৌলিক রাশি কিন্তু ওজন লব্ধ রাশি। ভর অন্য কোন রাশির উপর নির্ভর করে না। তাই ভর একটি মৌলিক রাশি। আবার ওজন=ভর× অভিকর্ষজ ত্বরণ ।
যেহেতু ওজন ভরের উপর নির্ভর করে তাই ওজন ও ভর ভিন্ন।