একটি বিকারে কিছু পরিমাণ আয়োডিন নিয়ে বিকারের ধীরে ধীরে তাপ প্রদান করলে কি ঘটবে

একটি বিকারে কিছু পরিমাণ আয়োডিন নিয়ে বিকারের ধীরে ধীরে তাপ প্রদান করলে কি ঘটবে
একটি বিকারে কিছু পরিমাণ আয়োডিন নিয়ে বিকারের ধীরে ধীরে তাপ প্রদান করলে কি ঘটবে

একটি বিকারে কিছু পরিমাণ আয়োডিন নিয়ে বিকারের ধীরে ধীরে তাপ প্রদান করলে কি ঘটবে ব্যাখ্যা করো?

উত্তরঃ আমরা জানি, যে সকল কঠিন পদার্থ কে তাপ দিলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় সেসকল পদার্থকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। তাই উর্ধপাতিত পদার্থের তরল অবস্থায় থাকে না। যেহেতু আয়োডিন কে তাপ দিলে এটি তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় তাই আয়োডিন একটি উর্ধ্বপাতিত পদার্থ। এজন্য আয়োডিনের তরল অবস্থায় থাকে না।

A- B অবস্থায় আয়োডিন কঠিন পদার্থ। এ অবস্থায় তাপ প্রদান করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়।

B-C অবস্থায় আয়োডিন বাষ্পে পরিণত হচ্ছে অর্থাৎ কঠিন ও বাষ্পীয় আয়োডিনের উভয় অবস্থার। এই অবস্থায় তা প্রদান করা হলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। কারণ প্রদানকৃত তাপ বাষ্পে পরিণত হতে ক্ষয় হয়।

C-D অবস্থায় আয়োডিন গ্যাসীয় পদার্থ। এ অবস্থায় তাপ প্রদান করা হলে তাপমাত্রা বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
রসায়ন নোট অধ্যায় ২ pdf download

বরফে তাপ প্রদানের বক্ররেখা ব্যাখ্যা করো | বরফে তাপ প্রদানের লেখচিত্র ব্যাখ্যা

Next Article

পানির শীতলীকরণের বক্ররেখা অঙ্কন করে ব্যাখ্যা‌ কর

Related Posts

মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য সঠিক ভাবে পরিমাপ করা যায় না কেন

মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য সঠিক ভাবে পরিমাপ করা যায় না মিটার স্কেলের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য সঠিক ভাবে…

সল্ট হারভেস্টিং কাকে বলে | খাবার লবণ কিভাবে প্রস্তুত করা হয় | খাবার লবণের ব্যবহার

সল্ট হারভেস্টিং কাকে বলে সমুদ্রের পানিতে অনেক বেশি পরিমাণে খাদ্য লবন থাকে। সমুদ্র উপকূলের লবণ চাষীরা বিভিন্ন আকৃতির…