একটি বস্তুকণার গতিবেগ শূন্য হলেও এর ত্বরণ থাকতে পারে কি

একটি বস্তুকণার গতিবেগ শূন্য হলেও এর ত্বরণ থাকতে পারে কি?
একটি বস্তুকণার গতিবেগ শূন্য হলেও এর ত্বরণ থাকতে পারে

উত্তর: কোন বস্তুকণার গতিবেগ শূন্য হলেও এর ত্বরণ থাকা সম্ভব। একটি বস্তুকে লম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুকণাটির গতিবেগ ক্রমশ কমতে কমতে এক সময় গতিবেগ শূন্য হয়ে যায়। কিন্তু ঐ অবস্থাতেও বস্তুকণাটির ওপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। তাই ঐ অবস্থায় বস্তুকণাটির ত্বরণ অভিকর্ষজ ত্বরণের সমান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

আয়োডিন ব্যবহার করলে শীতলীকরণের বক্ররেখাটি কেমন হবে তা অঙ্কন করে ব্যাখ্যা করো

Next Article

ভাইরাস জীব না জড় | জীব ও জড় ভাইরাসের বৈশিষ্ট্য

Related Posts

স্থিতি

স্থিতি কাকে বলে? উত্তরঃ সময়ের পরিবর্তনের সাথে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না তবে…