![]() |
একটি বস্তুকণার গতিবেগ শূন্য হলেও এর ত্বরণ থাকতে পারে |
উত্তর: কোন বস্তুকণার গতিবেগ শূন্য হলেও এর ত্বরণ থাকা সম্ভব। একটি বস্তুকে লম্বভাবে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুকণাটির গতিবেগ ক্রমশ কমতে কমতে এক সময় গতিবেগ শূন্য হয়ে যায়। কিন্তু ঐ অবস্থাতেও বস্তুকণাটির ওপর অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। তাই ঐ অবস্থায় বস্তুকণাটির ত্বরণ অভিকর্ষজ ত্বরণের সমান হয়।