![]() |
একক |
একক (Unit) কাকে বলে?
উত্তরঃ যে নির্দিষ্ট পরিমাণ এর সাথে তুলনা করে কোন ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে। যেমনঃ প্রতিটি টিকায় যে পরিমাণ পদার্থ থাকে সেটি একক।
মৌলিক একক কাকে বলে?
উত্তরঃ যে একক স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ যে একক অন্য কোন এককের উপর নির্ভর করে না বরং অন্য এককগুলো এদের উপর নির্ভরশীল তাকে মৌলিক একক বলে। দৈর্ঘ্য, ভর ও সময়ের একক অন্য কোন এককের উপর নির্ভরশীল নহে। তাই উহারা মৌলিক একক।
অথবা,
মৌলিক রাশি গুলোর একক কে মৌলিক একক বলে।
কয়েকটি মৌলিক রাশির একক লেখ?
উত্তরঃ দৈর্ঘ্যের একক হলো মিটার ,সময়ের একক হলো সেকেন্ড ,ভরের একক হলো কেজি, তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার।
লব্ধ বা যৌগিক একক কাকে বলে?
উত্তরঃ যে সমস্ত একক মৌলিক এককের উপর নির্ভরশীল অর্থাৎ মৌলিক একককে ভিত্তি করে যে একক গঠন করা হয় তাকে লব্ধ বা যৌগিক একক বলে। যেমন— বেগ, বল, ত্বরণ ইত্যাদির একক।
অথবা,
লব্ধ রাশি গুলির এককের লব্ধ একক বলে।
কয়েকটি লব্ধ রাশির একক লেখ?
উত্তরঃ বলের একক নিউটন, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, চাপের একক প্যাসকেল।
একটি লব্ধ একক ব্যাখ্যা করো?
= আমরা জানি,
লব্ধ রাশি গুলোর একককে লব্ধ একক বলে। নিউটন হল বলের একক। বল হল একটি লব্ধ রাশি। যেহেতু বল একটি লব্ধ রাশি তাই এর একক নিউটন ও একটি লব্ধ একক।