![]() |
এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহার করা হয় কেন |
এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ অনেক সময় মৌলিক একক গুলোর ভগ্নাংশ বা গুণিতক ব্যবহার করা সুবিধাজনক হয়। যখন একটি রাশির মান খুব বড় বা খুব ছোট হয় তখন একটি গুণিতক বা উপগুনিতক ব্যবহার খুবই প্রয়োজনীয় হয়।
আমরা অনেক বড় মানকে বৈজ্ঞানিক ভাবে প্রকাশ করলে সেটি ক্ষুদ্র হবে। তাই এককের গুণিতক এবং উপকণিতক ব্যবহার করা হয়।