এইচএসসি পরীক্ষা ২০২২ এর নতুন মানবন্টন

এইচএসসি পরীক্ষা – ২০২২ নতুন মানবন্টনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়

 

 নতুন মানবন্টনে  চলতি বছরের এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে যেখানে পরীক্ষার সময় 3 ঘণ্টা পরিবর্তন করা হয়েছে ঘন্টা যার মধ্যে শিক্ষার্থীরা ঘন্টা 0 মিনিট পাবে  সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং 20 মিনিট সময় পাবেন নৈবিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য

 

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় 45 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে তাহলঃ

 

এইচএসসি পরীক্ষা - ২০২২ মানবন্টন

*পদার্থবিজ্ঞান

* রসায়ন

* জীববিজ্ঞান

* উচ্চতর গণিত

* কৃষি শিক্ষা

* গার্হস্থ্য অর্থনীতি

* ভূগোল

 

45 নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বরে এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর যা পরবর্তীতে 75 নম্বর রূপান্তর করা হবে।

 

55 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে তা হলঃ

*বাংলা প্রথম পত্র

* ইতিহাস

* পৌরনীতি

* অর্থনীতি

* যুক্তিবিদ্যা

* ইসলামের ইতিহাস সংস্কৃতি

*সমাজকর্ম

* সমাজবিজ্ঞান

* ইসলাম শিক্ষা

* হিসাববিজ্ঞান

* ব্যবসায় সংগঠন

* উৎপাদন ব্যবস্থাপনা

* ফিন্যান্স

এইচএসসি পরীক্ষা - ২০২২ মানবন্টন


 এই  55 নম্বরে মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর  যা পরবর্তীতে 100 নম্বরে করা হবে।

 

50 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে তাহলোঃ

এইচএসসি পরীক্ষা মানবন্টন


* বাংলা দ্বিতীয় পত্র

*ইংরেজি প্রথম পত্র

* ইংরেজি দ্বিতীয় পত্র 

এই 50 নম্বর কে পরবর্তীতে সরাসরি 100 নম্বরের রূপান্তর করা হবে বলে  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

এইচএসসি পরীক্ষা (২০২২) এর নতুন নির্দেশনা

Next Article

Pizza Making by Robot