![]() |
উর্ধপাতিত পদার্থ কাকে বলে |
উর্ধপাতিত পদার্থ বলতে কি বুঝ? উদাহরণ দাও।
উত্তরঃ যে সকল কঠিন পদার্থ কে তাপ প্রদান করলে তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় সেই সকল পদার্থকে উর্ধ্বপাতিত পদার্থ বলে।
ঊর্ধ্বপাতিত পদার্থসমূহ হলো–
১. নিশাদল (NH4Cl)
২. ন্যাপথালিন (C10H8)
৩. কঠিন কার্বন ডাইঅক্সাইড (CO2(s))
৪. আয়োডিন (I2)
৫. কর্পূর (C10H16O)
৬. অ্যালুমিনিয়াম ক্লোরাইড (AlCl3)।