![]() |
ইথিন ও ইথানলের রূপান্তর বিক্রিয়া |
প্রশ্নঃ ইথিন ও ইথানলের রূপান্তর বিক্রিয়া বর্ণনা কর।
উত্তরঃফসফরিক এসিড প্রভাবকের উপস্থিতিতে ইথেন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ এবং উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে।
আবার ইথানল এর সাথে গাঢ় সালফিউরিক এসিড কে উত্তপ্ত করলে ইথিন এবং পানি উৎপন্ন হয়।