আকাশের রং নীল কারণ –
সূর্যের সাদা আলো বিচ্ছুরিত হলে সাতটি বর্ণে বিশ্লিষ্ট হয়। এ বর্ণগুলো হলো বেগুনী, নীল, আসমানী, হলুদ, সবুজ, কমলা ও লাল । বর্ণালী হতে দেখা যায় যে, লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম এবং বেগুনী আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি । প্রকৃতঅর্থে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সে আলোর বিক্ষেপণ বেশি ।
সূর্যরশ্মি বায়ুমণ্ডলের সূক্ষ্ণ ধূলিকণা এবং বিভিন্ন গ্যাস-অণুতে বিশ্লিষ্ট হয়। এক্ষেত্রে কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বেগুনী, নীল ও আসমানী আলোর বিক্ষেপণ অধিক হয় নীল আলোর বিচ্যুতি লাল এবং বেগুনী আলোর বিচ্যুতির মাঝামাঝি বলে নীল আলো মধ্যরশ্মি হিসেবে আপতিত হয় এবং আকাশে নীল আলোর প্রাচুর্য ঘটে। ফলে আকাশ নীল দেখায় ।