![]() |
অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি |
প্রশ্নঃ অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তরঃ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত মুক্ত শিকল, শাখাযুক্ত শিকল,বদ্ধ শিকল বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলে। যেমনঃ মিথেন ইথেন ইত্যাদি। অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বি জাত। এটি সর্বপ্রথম প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল। তাই এধরনের হাইড্রোকার্বন কে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নাম দেওয়া হয়েছে।
অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি?
= অ্যালিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার।যথাঃ
1. মুক্ত শিকল হাইড্রোকার্বন ,
2.বদ্ধ শিকল হাইড্রোকার্বন ।