![]() |
অ্যালকেন কে প্যারাফিন বলা হয় কেন |
প্রশ্নঃ অ্যালকেন কে প্যারাফিন বলা হয় কেন?
উত্তরঃ যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। অ্যালকেন সমূহের কার্বন-কার্বন এবং কার্বন-হাইড্রোজেন একক শক্তিশালী সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ফলে এদের ভাঙ্গা অনেক কঠিন হয়। তাই অ্যালকিন রাসায়নিক ভাবে অনেকটা নিষ্ক্রিয়। এজন্য এদের কে প্যারাফিন বলে। প্যারাফিন অর্থ আসক্তিহীন।