![]() |
অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় |
প্রশ্নঃ অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন ব্যাখ্যা করো।
উত্তরঃ আমরা জানি, যেসকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে। অ্যালকেন সমূহের কার্বন-কার্বন ও কার্বন-হাইড্রোজেন একক শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। ফলে একে ভাঙ্গা কঠিন হয়ে পড়ে। তাই আলকেন রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়।
আবার আমরা জানি, যে জৈব যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে তাকে অ্যালকিন বলে । অ্যালকিনে কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে। এর একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে দুর্বল। সাধারণত বিক্রিয়া করার সময় এই দুর্বল বন্ধনটি ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। এ কারণেই অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়।