![]() |
অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়ার |
প্রশ্নঃ অ্যালকেনের হ্যালোজিনেশন বিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তরঃ অতিবেগুনি (UV) আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়া চার ধাপে সম্পন্ন হয়।
বিক্রিয়ায় প্রতিক্ষেত্রে উৎপন্ন উৎপাদের ব্যবহার নিম্নে লেখা হলো:-
- ক্লোরো মিথেন বিভিন্ন ধরনের জৈব যৌগ যেমন- অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব এসিড ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয়।
- ডাইক্লোরো মিথেন রং শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়।
- ট্রাইক্লোরো মিথেন তথা ক্লোরোফর্ম চিকিৎসা ক্ষেত্রে চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়।
- টেট্রাক্লোরো মিথেন ড্রাই ওয়াশ করতে ব্যবহৃত হয়।
একারণেই অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া।