![]() |
ক্লোরোফর্ম প্রস্তুত প্রণালী |
প্রশ্নঃ অ্যালকেনের ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন বিক্রিয়াসহ ব্যাখ্যা করো / ক্লোরোফর্ম প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করো।
উত্তরঃ অতিবেগুনি আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে ক্লোরো মিথেন উৎপন্ন হয়। উৎপন্ন এই ক্লোরো মিথেন এর সাথে আবার ক্লোরিন মিশ্রিত করলে ডাইক্লোরো মিথেন উৎপন্ন হয়। এই ডাইক্লোরো মিথেন এর সাথে পুনরায় ক্লোরিন মিশ্রিত করলে ট্রাইক্লোরো মিথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়া চলাকালীন প্রতিটি ধাপেই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় ।