![]() |
অ্যালকিন কে অলিফিন বলা হয় কেন
|
আজকে আমরা জানবো অ্যালকিন কে অলিফিন বলা হয় কেন । তাহলে আমরা জেনে নেই অ্যালকিন কে অলিফিন বলা হয় কেন ।
প্রশ্নঃ অ্যালকিন কে অলিফিন বলা হয় কেন?
উত্তরঃ অলিফিন (Olifin) শব্দটি গ্রিক শব্দ অলিফিয়ান্ট (Olefiant) থেকে এসেছে। যার অর্থ Oil forming অর্থাৎ তৈলাক্ত পদার্থ উৎপন্নকারী। অ্যালকেনের নিম্নতর সদস্য গুলো (যেমন- ইথেন, প্রোপিন) হ্যালোজেন মৌল গুলোর (Cl2,Fl ) সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিন কে অনেক সময় অলিফিন বলা হয়।