![]() |
অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি |
প্রশ্নঃ অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে?
উত্তরঃ বেনজিন বা বেনজিন জাতকের যেসকল হাইড্রোকার্বনের 5,6 বা 7 টি সমতলীয় চক্র একান্তর দ্বিবন্ধন অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একটি একক বন্ধন এবং তারপর একটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। যেমন- বেনজিন (C6H6) ,ন্যাপথালিন (C10H8) ইত্যাদি।
* গ্রিক শব্দ অ্যারোমা (Aroma) থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগ গুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এধরনের নামকরণ করা হয়েছে।