![]() |
অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার ও শিল্প কারখানায় |
অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি
= পরীক্ষাগারে সাধারণত দুইটি পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়।
পরীক্ষাগারে একটি টেস্টটিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4CI) এবং ক্যালসিয়াম অক্সাইড (CaO) মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া উৎপন্ন করা হয়।
2NH4Cl + CaO → 2NH3 + CaCl2 + H2O
= অথবা, পরীক্ষাগারে একটি টেস্টটিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন Ca(OH)2 মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়।
2NH4Cl(s) + Ca(OH)2 → 2NH3 + CaCl + 2H2O
শিল্পকারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি
= শিল্পকারখানায় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা যায়। হেবার পদ্মতিতে N2 এবং H2 গ্যাস 1:3 অনুপাত্তে মিশ্রিত করে এর মধ্যে Fe প্রভাবক যোগ করে যদি মিশ্রণকে 450-550°C তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তবে NH3 গ্যাস উৎপন্ন হয়। NH3 গ্যাস উৎপাদনের সময় কিছু তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া। একদিকে N2 এবং H2 বিক্রিয়া করে NH3 তৈরি হয়, অপরদিকে কিছু NH3 গ্যাস ভেঙে N2 এবং H2 গ্যাসে পরিণত হয়। এই বিক্রিয়ায় উভমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয়।
200-250 atm
N₂(g) + 3H₂(g) ⇌ 2NH, +92 kJ
450°C-550°C