![]() |
অ্যামোনিয়াম সালফেট |
অ্যামোনিয়াম সালফেট (Ammonium Sulphate) কিভাবে উৎপন্ন হয়?
= অ্যামোনিয়া এবং সালফিউরিক এসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট [(NH4)2S04] এবং পানি উৎপন্ন হয়।
2NH3 + H2SO4 → (NH4)2SO4 + H2O
অ্যামোনিয়াম সালফেট এর ব্যবহার লিখ?
= কৃষিক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট এর ব্যাপক ব্যবহার রয়েছে। অ্যামোনিয়াম সালফেট ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে কাজেই মাটিতে ক্ষারকের পরিমাণ বেড়ে গেলে অ্যামোনিয়াম সালফেট প্রয়োগ করে ক্ষারকের পরিমাণ কমানো হয়। এটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এ থেকে উদ্ভিদ নাইট্রোজেন ও সালফার গ্রহণ করে।
This comment has been removed by the author.