![]() |
অ্যানোডকে জারণ তড়িৎদ্বার বলা হয় |
উত্তর: একটি তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথোর্ড ও অ্যানোড দুটি তড়িৎদ্বার থাকে। একটি তড়িৎদ্বারে জারণ ঘটে এবং অপরটিতে বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষ্য কোষে একটি তড়িৎদ্বারে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। একে অ্যানোড তড়িৎদ্বার বলে। যেহেতু অ্যানোড তড়িদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয়, তাই অ্যানোড তড়িদ্বারকে জারণ তড়িৎদ্বারকে বলা হয়।