![]() |
অরবিট বা স্থির কক্ষপথ |
অরবিট বা স্থির কক্ষপথ কাকে বলে?
= পরমাণু শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে অরবিট যা স্থির কক্ষপথ বলে। একে n দ্বারা প্রকাশ করা হয়। n = 1, 2, 3, 4 ইত্যাদি।