![]() |
অরবিটাল কাকে বলে |
অরবিটাল কাকে বলে?
= কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে।
অরবিটাল কি?
= পরমাণুর প্রতিটি শক্তিস্তর এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। এ উপশক্তিস্তরগুলোকে অরবিটাল বলা হয়। যেমন: s,p,d,f ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়।