![]() |
অভিকর্ষজ ত্বরণ একটি লব্ধ রাশি |
অভিকর্ষজ ত্বরণ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো? {চ.২০১৯}
উত্তরঃ আমরা জানি যে সকল রাশি একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বলে।
আমরা জানি,
অভিকর্ষজ ত্বরণ = বেগের পরিবর্তন ÷ সময়
এখানে সময় মৌলিক রাশি কিন্তু বেগ লব্ধ রাশি। বেগকে প্রকাশ করতে সরণ এবং সময়ের প্রয়োজন হয়।
অভিকর্ষজ ত্বরণ = সরণ ÷ ( সময় × সময়)।
অর্থাৎ, অভিকর্ষজ ত্বরণ প্রকাশ করতে, সরণ এবং সময় দুটি মৌলিক রাশির প্রয়োজন হয়। তাই অভিকর্ষজ ত্বরণ একটি লব্ধ রাশি।